মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিক-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিক-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।।
কলো-কলো কলমন্ত্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়-আহ্বানে।।
মন মোর মেঘের সঙ্গী।
উড়ে চলে দিক-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।
মন মোর ধায় ভারি মত্ত প্রবাহে
তাল-তমাল-অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে।
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিক-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
মন মোর মেঘের সঙ্গী।
উড়ে চলে দিক-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিক-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।।
কলো-কলো কলমন্ত্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়-আহ্বানে।।
মন মোর মেঘের সঙ্গী।
উড়ে চলে দিক-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।
মন মোর ধায় ভারি মত্ত প্রবাহে
তাল-তমাল-অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে।
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিক-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
মন মোর মেঘের সঙ্গী।
>>>BangLish Version<<<
Mon mor megher songi
Ure chale digdiganterra pane
Niseemo shuneye shrabonobarshanesangite
Rimijhim rimijhim rimijhim.
Mon mor megher songi
Ure chale digdiganterra pane
Niseemo shuneye shrabonobarshanesangite
Rimijhim rimijhim rimijhim.
Mon mor megher songi
Ure chale digdiganterra pane
Mono mor hansabalakar pakhai jai ure Kachito kachito chakito tarito-aloke.
Jhanmanjarir bajai jhanjha rudra anade.
Kalo-kalo kalomandre nirjharinee Dak dey praloy-ahwabhane.
Mon mor megher songi
Bayu bahe purbasamudra hate Uchchalo chalo-chalo tatinitarange.
Mono mor dhai tari matto prabahe Taal-tamalo-araneya
Khuddha shakhar andolone
Mon mor megher songi
Ure chale digdiganterra pane
Niseemo shuneye shrabonobarshanesangite
Rimijhim rimijhim rimijhim.
Mon mor megher songi
Song:Mon Mor Megher Songi
Lyricist: Robindronath Tagore
Artist: Mahtim Sakib
Lyrics Label: Lyrics 7

