তোমার মনের ভেতর যাই
মুখের ভিড়ে মুখোশ পাই
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারী যেন
তোমার চোখের ভেতর যাই
হাত দেখিয়ে ট্রেন থামাই
লুকোনো আঘাত, রক্তপাত থামে না কেন।।
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন।।
তোমার ঘরের ভেতর যাই
চামড়া পোড়ার গন্ধ পাই
চারিদিকে তার অন্ধকার, চেপে ধরে। তোমার বুকের ভেতর যাই
খাঁচায় রাখা লালন সাই
মানব জনম হবে খতম - অপার হয়ে।
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন।।
মুখের ভিড়ে মুখোশ পাই
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারী যেন
তোমার চোখের ভেতর যাই
হাত দেখিয়ে ট্রেন থামাই
লুকোনো আঘাত, রক্তপাত থামে না কেন।।
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন।।
তোমার ঘরের ভেতর যাই
চামড়া পোড়ার গন্ধ পাই
চারিদিকে তার অন্ধকার, চেপে ধরে। তোমার বুকের ভেতর যাই
খাঁচায় রাখা লালন সাই
মানব জনম হবে খতম - অপার হয়ে।
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন।।
>>>BangLish Version<<<
Tomar Moner Bhetor Jai
Mukher bhire mukosh pai
Ghaser fake lukiye thake shikari jeno
Tomar chokher vetor jai
Haat dekhiye train thamai
Lukono aghat, roktopaat thame na keno
Tumi dekhcho taake, vabcho jaake
Se ashol manush noy
Se benche ache shohorer ek koney
Se mrito manusher chitkar shoney
Se benche ache shohorer ek koney
Se mrito manusher chitkar shoney, protidin
Tomar ghorer bhetor jai
Chamra porar gondho pai
Charidike taar ondhokaar, chepe dhore
Tomar buker vetor jai
Khachay rakha lalon shai
Manob jonom hobe khotom, opar hoye
Tumi dekhcho taake, vabcho jaake
Se ashol manush noy
Se benche ache shohorer ek koney
Se mrito manusher chitkar shoney
Se benche ache shohorer ek koney
Se mrito manusher chitkar shoney, protidin
Song:Tomar Moner Bhetor (Vinci Da)
Lyricist: Anupam Roy
Singer: Mainul Ahsan Noble
Movie:Vinci Da
Lyrics Label: Lyrics 7
Type:Original
Music Label: SVF Music

